সিভিল সার্জন অফিস, কক্সবাজার এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। নাগরিক সেবা সহজলভ্য করে তোলার অঙ্গীকারে বদ্ধ পরিকর সিভিল সার্জন অফিস। কক্সবাজার জেলা ও এর অন্তর্ভুক্ত ৯টি উপজেলার নাগরিকদের স্বাস্থ্য সেবা ও এই অফিসের কার্যক্রম সম্পর্কে জনগণের জানার এবং তাদের গুরুত্বপূর্ণ মতামত/ পরামর্শ প্রদান করার জন্য এই ওয়েবসাইট সৃষ্টি হয়েছে। এ ওয়েবসাইটে সিভিল সার্জন কার্যালয় এর কাঠামো, সার্বিক কার্যক্রম, অনলাইন সার্ভিস, নীতিমালা, বিধি-বিধান, সেবার তালিকা এবং সিটিজেন চার্টার সম্পর্কিত তথ্যাদি প্রকাশ করা হয়ে থাকে। আপনার মূল্যবান মতামত এবং সুচিন্তিত পরামর্শ আমাদের ওয়েবসাইটকে সমৃদ্ধ করতে সহায়ক হবে।
ডাঃ অং সুই প্রু মারমা
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)
চট্টগ্রাম বিভাগ
ডাঃ আসিফ আহমেদ হাওলাদার
সিভিল সার্জন
কক্সবাজার
ডাক যোগাযোগ
সিভিল সার্জন কার্যালয়, (বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠের দক্ষিণ পাশে), কলাতলী সড়ক, সদর পৌরসভা, কক্সবাজার-4700
টেলি যোগাযোগ
টেলিফোন নাম্বার-০২৩৩৪৪৬২৩৭০, ফ্যাক্স নাম্বার - ০২৩৩৪৪৬৩৬৩৮, মোবাইল নাম্বার ০১৭০১২৪৮১৩৫
অনলাইন যোগাযোগ
ইমেইল এড্রেসঃ coxsbazar@cs.dghs.gov.bd , ফেসবুক পেজঃ //web.facebook.com/CivilsurgeonCox
যোগাযোগের ম্যাপ
গুগল ম্যাপ লিঙ্কঃ //maps.app.goo.gl/b3AZpJh6de2sU7266
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS