Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ডেঙ্গু প্রতিরোধে প্রতি তিন দিনে একদিন জমানো পানি ফেলে দিন  ।। বাড়ির আশপাশ পরিস্কার রাখুন ।। দিনের বেলায়ও মশারী টাঙ্গিয়ে ঘুমান ।।                        রেজিস্টার্ড এমবিবিএস চিকিৎসকের পরামর্শ ব্যাতীত এন্টিবায়োটিক সেবন করবেন না ।।                           জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে কেবল মাত্র মায়ের বুকের দুধ খাওয়াবেন, এছাড়া আর এক ফোটা পানিও নয় ।।                            বয়স ৪০ এর বেশি হলে নিয়মিত রক্তচাপ মাপুন। উচ্চ রক্তচাপ প্রতিরোধে অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার পরিহার করুন, পাতে কাঁচা লবন খাবেন না, প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন।।                   হিট স্ট্রোক প্রতিরোধে পাতলাঢিলেঢালা, হালকা রঙের পোশাক পরুন, বাইরে থাকলে ছায়ায় নিয়মিত বিশ্রাম নিন এবং ঘন ঘন তরল পান করুন, ছাতা ব্যবহার করুন। বাচ্চাদের রোদ্রে খেলাধূলা করতে দিবেন না।।                                      


সেবার তালিকা

সিভিল সার্জন অফিস সরাসরি কিছু সেবা প্রদান করে এবং নিয়ন্ত্রণাধীন বিভিন্ন অফিস সমুহের মাধ্যমে নানাবিধ সেবা প্রদান করে থাকে।

 

নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সমূহ :

 

 

ক্রমিক নং

প্রতিষ্ঠানের নাম

শয্যা সংখ্যা

মন্তব্য

   
 

০১

বক্ষব্যাধী ক্লিনিক

০০

বহির্বিভাগ সেবা    
 

০২

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মহেশখালী, কক্সবাজার । 

৫০

 ৫০ বেড এর কার্যক্রম চালু করা হয়েছে। 

   
 

০৩

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চকরিয়া, কক্সবাজার ।

৫০

১০০ বেড এর অবকাঠামোতে ৫০ বেড এর জনবল দিয়ে ৫০ বেড এর কার্যক্রম চালু আছে। 

   
 

০৪

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উখিয়া, কক্সবাজার ।

৫০

৩১ বেড এর জনবল দিয়ে ৫০ বেড এর কার্যক্রম চালু করা হয়েছে। 

   
 

০৫

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রামু, কক্সবাজার ।

৩১

 ৫০ বেড এর অবকাঠামোতে ৩১ বেড এর জনবল দিয়ে ৩১ বেড এর কার্যক্রম চালু আছে। 

   
 

০৬

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পেকুয়া,কক্সবাজার।

৩১


   
 

০৭

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,কুতুবদিয়া,কক্সবাজার ।

৫০

 

   
 

০৮

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টেকনাফ,কক্সবাজার ।

৫০

 

   
 

০৮

ইউনিয়ন স্বাস্থ উপকেন্দ্র (১৩ টি)

 

   
      ০৯ কমিউনিটি ক্লিনিক- ১৯৪(চালুকৃত)        

 

 

নিয়ন্ত্রণাধীন উপজেলা কমপ্লেক্স হাসপাতালের মাধ্যমে নিয়মিত সেবা প্রদান করা হয়। 

যেমনঃ 

১) অন্তঃবিভাগ

২)বহিঃবিভাগ 

৩)জরুরী বিভাগ

৪)মেডিকোলিগ্যাল 

বিভাগ ওয়ারী সেবা প্রদানের সময় সুচীঃ

 

          অন্তঃ বিভাগঃ  প্রতিদিন ২৪ঘন্টা সেবা প্রদান করা হয়। 

          বহিঃবিভাগঃ প্রতিদিন সকাল ৮.৩০টা হইতে দুপুর ২.৩০টা পর্যন্ত সেবা প্রদান করা হয়।

          জরুরী বিভাগঃ প্রতিদিন চব্বিশ ঘন্টা সেবা প্রদান করা হয়।

          মেডিকোলিগ্যালঃ  প্রতিদনি চব্বিশ ঘন্টা সেবা প্রদান করা হয়।

  

এছাড়া সার্বক্ষণিক মোবাইল ফোনের মাধ্যমে সেবা প্রদান করা হয়।

 

মোবাইল ফোনে যে কোন স্বাস্থ্য সমস্যায় সেবা পেতে ফোন করুন নিম্নোক্ত নাম্বারেঃ 

ক্রমিক

 

নং

প্রতিষ্ঠান

মোবাইল নম্বর

সেবাপ্রদানের

 

সময়

০১

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,উখিয়া,,কক্সবাজার ।

 

 ০১৭৩০৩২৪৪৭১

 

 

 

 

দিবারাত্রী ২৪

 

 

 

ঘন্টা

০২

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,চকরিয়া,কক্সবাজার

০১৭৩০৩২৪৪৬৬

০৩

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মহেশখালী, কক্সবাজার। 

০১৭৩০৩২৪৪৬

০৪

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পেকুয়া, কক্সবাজার।

০১৭৩০৩২৪

০৫

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুতুবদিয়া, কক্সবাজার।

০১৭৩০৩২৪৪৬৭

০৬
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,রামু,কক্সবাজার
০১৭৩০৩২৪৪৬৯
০৭

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,টেকনাফ,কক্সবাজার

০১৭৩০৩২৪৪৭০

 

 

 

ইউনিয়ন  স্বাস্থ্য উপকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের সেবা : 

  

*নিয়ন্ত্রণাধীন ইউনিয়ন সাবসেন্টার, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং কমউনিটি ক্লিনিকে প্রতিদিন সকাল ৯.০০টা হইতে বিকেল ৩.০০টা পর্যন্ত বহিঃবিভাগের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও গর্ভবতীর সেবা প্রদান করা হয়।  

 

মাঠকর্মীদের মাধ্যমে সেবা প্রদান : 

 *স্বাস্থ্যকর্মীগন রোগ প্রতিরোধের উদ্দেশ্যে নিয়মিত মাঠ পর্যায়ে বিসিসি কার্যক্রম পরিচালনা করে থাকে। বিসিসি কার্যক্রমের আওতায় উঠান সভা, আন্তব্যাক্তিক যোগাযোগ, স্কুল ভিত্তিক স্বাস্থ্য শিক্ষা সহ নানাবিধ কর্মকান্ড নিয়মিত পরিচালনা করা হয়। এছাড়া মাঠ পর্যায়ে ডায়রিয়া রোগের প্রতিকারার্থে ওর স্যালাইন ও প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা প্রদান করেন। 

 

*ইপিআইঃ

 

কক্সবাজার জেলায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচী(ইপিআই) কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হইতেছে। স্বাস্থ্য কর্মীগণের মাধ্যমে এই কর্মসূচী সুচারুরূপে সম্পন্ন হইতেছে। 

যোগাযোগ

ডাক যোগাযোগ

সিভিল সার্জন কার্যালয়, (বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠের দক্ষিণ পাশে), কলাতলী সড়ক, সদর পৌরসভা, কক্সবাজার-4700

টেলি যোগাযোগ

টেলিফোন নাম্বার-০২৩৩৪৪৬২৩৭০, ফ্যাক্স নাম্বার - ০২৩৩৪৪৬৩৬৩৮, মোবাইল নাম্বার ০১৭০১২৪৮১৩৫

অনলাইন যোগাযোগ 

ইমেইল এড্রেসঃ coxsbazar@cs.dghs.gov.bd ,   ফেসবুক পেজঃ //web.facebook.com/CivilsurgeonCox

যোগাযোগের ম্যাপ

গুগল ম্যাপ লিঙ্কঃ //maps.app.goo.gl/b3AZpJh6de2sU7266