Wellcome to National Portal
Main Comtent Skiped

ডেঙ্গু প্রতিরোধে প্রতি তিন দিনে একদিন জমানো পানি ফেলে দিন  ।। বাড়ির আশপাশ পরিস্কার রাখুন ।। দিনের বেলায়ও মশারী টাঙ্গিয়ে ঘুমান ।।                        রেজিস্টার্ড এমবিবিএস চিকিৎসকের পরামর্শ ব্যাতীত এন্টিবায়োটিক সেবন করবেন না ।।                           জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে কেবল মাত্র মায়ের বুকের দুধ খাওয়াবেন, এছাড়া আর এক ফোটা পানিও নয় ।।                            বয়স ৪০ এর বেশি হলে নিয়মিত রক্তচাপ মাপুন। উচ্চ রক্তচাপ প্রতিরোধে অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার পরিহার করুন, পাতে কাঁচা লবন খাবেন না, প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন।।                   হিট স্ট্রোক প্রতিরোধে পাতলাঢিলেঢালা, হালকা রঙের পোশাক পরুন, বাইরে থাকলে ছায়ায় নিয়মিত বিশ্রাম নিন এবং ঘন ঘন তরল পান করুন, ছাতা ব্যবহার করুন। বাচ্চাদের রোদ্রে খেলাধূলা করতে দিবেন না।।                                      


Title
hajj medical checkup and vaccination will be started from 13 April
Details

২০২৫ সালের পবিত্র হজে গমন ইচ্ছুক সম্মানিত হজ যাত্রীগণ এর মেডিকেল চেকআপ বোর্ড কার্যক্রম এবং টিকা প্রদান আগামী ১৩ ই এপ্রিল রোজ রবিবার হতে ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ে চলমান থাকবে।

যে সকল সম্মানিত হজযাত্রী হজ রেজিস্ট্রেশন করার সময় টিকা প্রদানের জেলা কক্সবাজার নির্বাচন করেছিলেন কেবলমাত্র তারাই কক্সবাজার জেলা সিভিল সার্জন কার্যালয়ে টিকা প্রদান এবং মেডিক্যাল চেকআপ বোর্ডে অংশগ্রহণ করতে পারবেন।

টিকা প্রদানের জন্য সম্মানিত হজ যাত্রীগণকে পিআইডি নম্বর এবং Vaccination District: Cox’s Bazar উল্লেখ সম্বলিত ই-হজ্ব প্রোফাইল ফরম প্রিন্ট করে এর সাথে গত তিন মাসের মধ্যে সম্পন্ন নিম্নলিখিত পরীক্ষা সমূহের রিপোর্ট সঙ্গে আনতে হবে।  যে কোন সরকারি হাসপাতাল বা সরকার অনুমোদিত স্বনামধন্য বেসরকারি হাসপাতাল এর রিপোর্ট গ্রহণযোগ্য হবে।

১। Urine R/M/E

২। Random Blood Sugar (R.B.S)

৩। Chest X ray P/A view (রিপোর্ট সহ)

৪। ECG (রিপোর্ট সহ)

৫। Serum Creatinine

৬। Complete Blood Count (CBC e ESR)

৭। Blood Grouping with Rh Typing.

** NID Card বা অন্য কোন বৈধ ডকুমেন্টে ব্লাড গ্রুপ স্পষ্ট ভাবে লেখা থাকলে ব্লাড গ্রুপিং পরীক্ষাটির রিপোর্টের বদলে উক্ত ডকুমেন্ট হলেও চলবে


রাজকীয় সৌদি সরকারের হজ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গুরুতর মানসিক রোগী, প্যারালাইজড অথবা প্রতিবন্ধী ব্যক্তি যারা স্বাধীনভাবে চলাফেরা করতে অক্ষম, গুরুতর ক্যান্সার আক্রান্ত রোগী, ডায়ালাইসিস করতে হয় এমন কিডনি রোগী, গুরুতর হৃদরোগে আক্রান্ত রোগী হজে গমন করতে পারবেন না বিধায় উক্ত রোগ সমূহ থাকলে তাদের হজ মেডিকেল বোর্ড হতে ছাড়পত্র ও টিকা প্রদান করা হবে না।

Attachments
Image
Publish Date
10/04/2025
Archieve Date
30/04/2025

Contact

ডাক যোগাযোগ

সিভিল সার্জন কার্যালয়, (বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠের দক্ষিণ পাশে), কলাতলী সড়ক, সদর পৌরসভা, কক্সবাজার-4700

টেলি যোগাযোগ

টেলিফোন নাম্বার-০২৩৩৪৪৬২৩৭০, ফ্যাক্স নাম্বার - ০২৩৩৪৪৬৩৬৩৮, মোবাইল নাম্বার ০১৭০১২৪৮১৩৫

অনলাইন যোগাযোগ 

ইমেইল এড্রেসঃ coxsbazar@cs.dghs.gov.bd ,   ফেসবুক পেজঃ //web.facebook.com/CivilsurgeonCox

যোগাযোগের ম্যাপ

গুগল ম্যাপ লিঙ্কঃ //maps.app.goo.gl/b3AZpJh6de2sU7266