Wellcome to National Portal
Main Comtent Skiped

ডেঙ্গু প্রতিরোধে প্রতি তিন দিনে একদিন জমানো পানি ফেলে দিন  ।। বাড়ির আশপাশ পরিস্কার রাখুন ।। দিনের বেলায়ও মশারী টাঙ্গিয়ে ঘুমান ।।                        রেজিস্টার্ড এমবিবিএস চিকিৎসকের পরামর্শ ব্যাতীত এন্টিবায়োটিক সেবন করবেন না ।।                           জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে কেবল মাত্র মায়ের বুকের দুধ খাওয়াবেন, এছাড়া আর এক ফোটা পানিও নয় ।।                            বয়স ৪০ এর বেশি হলে নিয়মিত রক্তচাপ মাপুন। উচ্চ রক্তচাপ প্রতিরোধে অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার পরিহার করুন, পাতে কাঁচা লবন খাবেন না, প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন।।                   হিট স্ট্রোক প্রতিরোধে পাতলাঢিলেঢালা, হালকা রঙের পোশাক পরুন, বাইরে থাকলে ছায়ায় নিয়মিত বিশ্রাম নিন এবং ঘন ঘন তরল পান করুন, ছাতা ব্যবহার করুন। বাচ্চাদের রোদ্রে খেলাধূলা করতে দিবেন না।।                                      


Title
Joining of new CS
Details

নবাগত সিভিল সার্জন ডাঃ মোহাম্মদুল হক আজ কক্সবাজার সিভিল সার্জনের কার্যালয়ে যোগদান করেন। বিদায়ী সিভিল সার্জন ডাঃ আসিফ আহমেদ হাওলাদার নবাগত সিভিল সার্জন মহোদয়কে বরণ করে দ্বায়িত্ব হস্তান্তর করেন।

পরবর্তীতে সিভিল সার্জন মহোদয় সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত সরকারি ও সহযোগী সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সাথে কুশল বিনিময় করেন এবং দ্বায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

ডাঃ মোহাম্মদুল হক বাংলাদেশ সিভিল সার্ভিস এর ২৪ তম ব্যাচের একজন কর্মকর্তা। ইতিপূর্বে তিনি ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, কক্সবাজারে সহকারী পরিচালক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চকরিয়া, কক্সবাজার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লামা, বান্দরবান এ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করেন।

Images
Attachments
Publish Date
05/03/2025
Archieve Date
05/03/2025

Contact

ডাক যোগাযোগ

সিভিল সার্জন কার্যালয়, (বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠের দক্ষিণ পাশে), কলাতলী সড়ক, সদর পৌরসভা, কক্সবাজার-4700

টেলি যোগাযোগ

টেলিফোন নাম্বার-০২৩৩৪৪৬২৩৭০, ফ্যাক্স নাম্বার - ০২৩৩৪৪৬৩৬৩৮, মোবাইল নাম্বার ০১৭০১২৪৮১৩৫

অনলাইন যোগাযোগ 

ইমেইল এড্রেসঃ coxsbazar@cs.dghs.gov.bd ,   ফেসবুক পেজঃ //web.facebook.com/CivilsurgeonCox

যোগাযোগের ম্যাপ

গুগল ম্যাপ লিঙ্কঃ //maps.app.goo.gl/b3AZpJh6de2sU7266