Wellcome to National Portal
Main Comtent Skiped

ডেঙ্গু প্রতিরোধে প্রতি তিন দিনে একদিন জমানো পানি ফেলে দিন  ।। বাড়ির আশপাশ পরিস্কার রাখুন ।। দিনের বেলায়ও মশারী টাঙ্গিয়ে ঘুমান ।।                        রেজিস্টার্ড এমবিবিএস চিকিৎসকের পরামর্শ ব্যাতীত এন্টিবায়োটিক সেবন করবেন না ।।                           জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে কেবল মাত্র মায়ের বুকের দুধ খাওয়াবেন, এছাড়া আর এক ফোটা পানিও নয় ।।                            বয়স ৪০ এর বেশি হলে নিয়মিত রক্তচাপ মাপুন। উচ্চ রক্তচাপ প্রতিরোধে অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার পরিহার করুন, পাতে কাঁচা লবন খাবেন না, প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন।।                   হিট স্ট্রোক প্রতিরোধে পাতলাঢিলেঢালা, হালকা রঙের পোশাক পরুন, বাইরে থাকলে ছায়ায় নিয়মিত বিশ্রাম নিন এবং ঘন ঘন তরল পান করুন, ছাতা ব্যবহার করুন। বাচ্চাদের রোদ্রে খেলাধূলা করতে দিবেন না।।                                      


Title
World Tuberculosis Day Observed in Cox's Bazar
Details

"হ্যা,আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি"  -এই প্রতিপাদ্য নিয়ে পালিত হয়ে গেলো বিশ্ব যক্ষ্মা দিবস,২০২৩। ১৯৮২ সাল এর ২৪ মার্চ থেকে দিবস টি পালিত হয়ে আসছে।যক্ষ্মা নির্মুলে সরকার এর আন্তরিকতা আর আমাদের সচেতনতা ই পারে একে পুরোপুরি নির্মূল কর‍তে।ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগ এর কর্ণধার সিভিল সার্জন ডা মো মাহবুবুর রহমান স্যারের নেতৃত্বে এই বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।এ সময় র‍্যালী টি শহরের গুরুত্বপূর্ণ অংশে প্রদক্ষিণ করে।র‍্যালী শেষে জেলা ইপি আই সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ডা অনুপ ধর এ সময় জেলার যক্ষ্মা পরিস্থিতি নিয়ে একটি সংক্ষিপ্ত বক্তব্য দেন।এছাড়া NATAB এর চেয়ার ম্যান কবি কামরুল ইসলাম,বক্ষব্যাধি ক্লিনিক এর কন্সাল্ট্যান্ট ডা মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর স্যার বক্তব্য রাখেন।সব শেষে ডা মো মাহবুবুর রহমান স্যার যক্ষ্মা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং প্রতিপাদ্যের সাথে একাত্মতা ঘোষণা করেন।

Attachments
Publish Date
23/03/2023
Archieve Date
31/12/2023

Contact

ডাক যোগাযোগ

সিভিল সার্জন কার্যালয়, (বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠের দক্ষিণ পাশে), কলাতলী সড়ক, সদর পৌরসভা, কক্সবাজার-4700

টেলি যোগাযোগ

টেলিফোন নাম্বার-০২৩৩৪৪৬২৩৭০, ফ্যাক্স নাম্বার - ০২৩৩৪৪৬৩৬৩৮, মোবাইল নাম্বার ০১৭০১২৪৮১৩৫

অনলাইন যোগাযোগ 

ইমেইল এড্রেসঃ coxsbazar@cs.dghs.gov.bd ,   ফেসবুক পেজঃ //web.facebook.com/CivilsurgeonCox

যোগাযোগের ম্যাপ

গুগল ম্যাপ লিঙ্কঃ //maps.app.goo.gl/b3AZpJh6de2sU7266