জনগণের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে বিগত ৩ বৎসরে কক্সবাজার জেলায় ৪ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে NSU ও কমিউনিটি ভিশন সেন্টার, ২ টিতে বৈকালিক প্রাতিষ্ঠানিক প্র্যাক্টিস ও সবগুলোতে SAM কর্নার ও বৈকালিক ল্যাব সেবা চালু হয়েছে। সকল স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়মিত স্বাভাবিক প্রসব সেবা, আল্ট্রাসনোগ্রাফি, সিজারিয়ান অপারেশন ও রক্ত পরিসঞ্চালন চালুর মাধ্যমে মাতৃমৃত্যু হার কমানো হচ্ছে। ম্যালেরিয়া, যক্ষ্মা ও এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইপিআই কর্মসূচি গতিশীল ও আধুনিক করার লক্ষ্যে E-Tracker কার্যক্রম শুরু। নিয়মিত ইপিআই কভারেজ এ এমআর-২ টিকার কাভারেজ ৯৯.২ এ উন্নীত। স্বাস্থ্য সেবা বিভাগ থেকে নিয়মিত পদায়ন ও হেলথ এন্ড জেন্ডার সাপোর্ট প্রকল্পের আওতায় কন্সালটেন্ট, ডাক্তার ও অন্যান্য স্বাস্থ্য সেবা কর্মী নিয়োগ এর ফলে জেলার স্বাস্থ্য সেবা গতি পেয়েছে। ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যসেবা কর্মীদের হাসপাতালে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকল্পে নিয়মিত বাধ্যতামুলক বায়োমেট্রিক হাজিরা মনিটরিং বিভাগে প্রায়ই শীর্ষস্থান। জেলায় ১৯২ টি কমিউনিটি ক্লিনিক যথাযথ জনবল ও পর্যাপ্ত ঔষধ দিয়ে কার্যকরভাবে চালু আছে, যার মধ্যে ১০০টি পূনঃনির্মান কাজ প্রায় শেষের পথে। সকল স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণ ও চালু করার মাধ্যমে সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা জোরদার, সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ NCD কর্নার সংস্কার এবং ভায়া-কল্পস্কোপি রুম বরাদ্ধের মাধ্যমে অসংক্রামক ও জরায়ু মুখ ক্যান্সার রোগী চিকিৎসা হার বৃদ্ধি। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকদের জরুরী চিকিৎসাসেবা নিশ্চিতে ২০ শয্যা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে সৌর বিদ্যুৎ, লোকবল ও ঔষধ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। ২ টি ভ্রাম্যমাণ টিবি শনাক্ত ভ্যান ও ২ টি ওয়াটার এম্বুল্যান্স চালু। কোভিড-১৯ মহামারি মোকাবেলায় আধুনিক PCR ল্যাব, আইসিইউ, এইচডিইউ, আইসোলেশন শয্যা কোভিডকালীন সময়ে জেলায় সেবা দিয়েছে। সকল স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল ম্যানিফোল্ড অক্সিজেন ব্যবস্থা স্থাপন হয়েছে। করোনা টিকার কভারেজ ১ম ডোজে ৮৩%, ২য় ডোজে ৭৮% এবং ৩য় ডোজে ৩৬% এর উপরে উন্নীত হয়েছে। বেসরকারি ক্লিনিক ডায়াগ্নস্টিকে মনিটরিং জোরদার করা হচ্ছে। বহুখাতভিত্তিক পুষ্টি সমন্বয়ে অত্র কার্যালয়ের নেতৃত্বে জেলা পুষ্টি সমন্বয় কমিটি গঠন ও নিয়মিত সভা আয়োজন করা হচ্ছে। মায়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যূত রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ভ্যাকসিন প্রতিরোধী রোগসমূহ প্রতিরোধকল্পে রুটিন EPI সহ কয়েক পর্যায়ে এমআর, পেন্টা, পিসিভি, ওসিভি, টিডি এবং ভিটামিন এ+ ক্যাম্পেইন বাস্তবায়ন করা হয়েছে। এক্ষেত্রে বিভিন্ন সহযোগী সংস্থার ভূমিকা উল্লেখযোগ্য।
ডাক যোগাযোগ
সিভিল সার্জন কার্যালয়, (বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠের দক্ষিণ পাশে), কলাতলী সড়ক, সদর পৌরসভা, কক্সবাজার-4700
টেলি যোগাযোগ
টেলিফোন নাম্বার-০২৩৩৪৪৬২৩৭০, ফ্যাক্স নাম্বার - ০২৩৩৪৪৬৩৬৩৮, মোবাইল নাম্বার ০১৭০১২৪৮১৩৫
অনলাইন যোগাযোগ
ইমেইল এড্রেসঃ coxsbazar@cs.dghs.gov.bd , ফেসবুক পেজঃ //web.facebook.com/CivilsurgeonCox
যোগাযোগের ম্যাপ
গুগল ম্যাপ লিঙ্কঃ //maps.app.goo.gl/b3AZpJh6de2sU7266
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস