স্মারক নং-সিএস/কক্স/১১-২০ গ্রেড নিয়োগ/২০২৪/৪৬৩৬ তারিখ-০৬/০৩/২০২৪ ইং মোতাবেক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শর্ত ও নির্দেশনাবলীর ৩ নং শর্ত প্রচলিত বিধি মোতাবেক না হওয়ায় নিয়োগ কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তন করে “আবেদনকারীর বয়স ১১/০৩/২০২৪ ইং তারিখে সর্বনিম্ম ১৮(আঠারো) এবং সর্বোচ্চ ৩০(ত্রিশ) বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারিরীক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২(বত্রিশ) বছর। বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধদের পুত্র/কন্যার পুত্র/কন্যাদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩০(ত্রিশ) বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহনযোগ্য নয়। এসএসসি সনদ/ জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদে প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে”-মর্মে প্রতিস্থাপিত করা হল।
১১ (খ) নং শর্তে বর্ণিত অনলাইন- আবেদন জমাদানের শেষ তারিখ ৩১/০৩/২০২৪ খ্রিঃ এর পরিবর্তে ০৭/০৪/২০২৪ খ্রিঃ বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত বর্ধিত করা হল।
এখন পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের আবেদনে কোন পরিবর্তন প্রয়োজন নেই, এবং উক্ত সংশোধন এর কারণে তাদের আবেদনে কোন প্রকার প্রভাব পড়বে না।
ডাক যোগাযোগ
সিভিল সার্জন কার্যালয়, (বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠের দক্ষিণ পাশে), কলাতলী সড়ক, সদর পৌরসভা, কক্সবাজার-4700
টেলি যোগাযোগ
টেলিফোন নাম্বার-০২৩৩৪৪৬২৩৭০, ফ্যাক্স নাম্বার - ০২৩৩৪৪৬৩৬৩৮, মোবাইল নাম্বার ০১৭০১২৪৮১৩৫
অনলাইন যোগাযোগ
ইমেইল এড্রেসঃ coxsbazar@cs.dghs.gov.bd , ফেসবুক পেজঃ //web.facebook.com/CivilsurgeonCox
যোগাযোগের ম্যাপ
গুগল ম্যাপ লিঙ্কঃ //maps.app.goo.gl/b3AZpJh6de2sU7266
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস