দ্বাদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। নবগঠিত মন্ত্রিসভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটগুলোর সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন স্যার। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে তিনিসহ নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মহোদয়।
এর আগে বুধবার রাতে দ্বাদশ জাতীয় সংসদে নতুন মন্ত্রিসভায় ডাক পাওয়া ৩৬ জনের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন মহোদয়। এতে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে ডাক পান অধ্যাপক সামন্ত লাল সেন স্যার।
নবনিযুক্ত মন্ত্রী মহোদয় কে কক্সবাজার জেলা সিভিল সার্জন কার্যালয় তথা জেলা স্বাস্থ্য বিভাগের প্রাণঢালা অভিনন্দন।
ডাক যোগাযোগ
সিভিল সার্জন কার্যালয়, (বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠের দক্ষিণ পাশে), কলাতলী সড়ক, সদর পৌরসভা, কক্সবাজার-4700
টেলি যোগাযোগ
টেলিফোন নাম্বার-০২৩৩৪৪৬২৩৭০, ফ্যাক্স নাম্বার - ০২৩৩৪৪৬৩৬৩৮, মোবাইল নাম্বার ০১৭০১২৪৮১৩৫
অনলাইন যোগাযোগ
ইমেইল এড্রেসঃ coxsbazar@cs.dghs.gov.bd , ফেসবুক পেজঃ //web.facebook.com/CivilsurgeonCox
যোগাযোগের ম্যাপ
গুগল ম্যাপ লিঙ্কঃ //maps.app.goo.gl/b3AZpJh6de2sU7266
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস