নবাগত সিভিল সার্জন ডাঃ মোহাম্মদুল হক আজ কক্সবাজার সিভিল সার্জনের কার্যালয়ে যোগদান করেন। বিদায়ী সিভিল সার্জন ডাঃ আসিফ আহমেদ হাওলাদার নবাগত সিভিল সার্জন মহোদয়কে বরণ করে দ্বায়িত্ব হস্তান্তর করেন।
পরবর্তীতে সিভিল সার্জন মহোদয় সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত সরকারি ও সহযোগী সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সাথে কুশল বিনিময় করেন এবং দ্বায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
ডাঃ মোহাম্মদুল হক বাংলাদেশ সিভিল সার্ভিস এর ২৪ তম ব্যাচের একজন কর্মকর্তা। ইতিপূর্বে তিনি ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, কক্সবাজারে সহকারী পরিচালক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চকরিয়া, কক্সবাজার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লামা, বান্দরবান এ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করেন।
ডাক যোগাযোগ
সিভিল সার্জন কার্যালয়, (বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠের দক্ষিণ পাশে), কলাতলী সড়ক, সদর পৌরসভা, কক্সবাজার-4700
টেলি যোগাযোগ
টেলিফোন নাম্বার-০২৩৩৪৪৬২৩৭০, ফ্যাক্স নাম্বার - ০২৩৩৪৪৬৩৬৩৮, মোবাইল নাম্বার ০১৭০১২৪৮১৩৫
অনলাইন যোগাযোগ
ইমেইল এড্রেসঃ coxsbazar@cs.dghs.gov.bd , ফেসবুক পেজঃ //web.facebook.com/CivilsurgeonCox
যোগাযোগের ম্যাপ
গুগল ম্যাপ লিঙ্কঃ //maps.app.goo.gl/b3AZpJh6de2sU7266
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস