Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ডেঙ্গু প্রতিরোধে প্রতি তিন দিনে একদিন জমানো পানি ফেলে দিন  ।। বাড়ির আশপাশ পরিস্কার রাখুন ।। দিনের বেলায়ও মশারী টাঙ্গিয়ে ঘুমান ।।                        রেজিস্টার্ড এমবিবিএস চিকিৎসকের পরামর্শ ব্যাতীত এন্টিবায়োটিক সেবন করবেন না ।।                           জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে কেবল মাত্র মায়ের বুকের দুধ খাওয়াবেন, এছাড়া আর এক ফোটা পানিও নয় ।।                            বয়স ৪০ এর বেশি হলে নিয়মিত রক্তচাপ মাপুন। উচ্চ রক্তচাপ প্রতিরোধে অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার পরিহার করুন, পাতে কাঁচা লবন খাবেন না, প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন।।                   হিট স্ট্রোক প্রতিরোধে পাতলাঢিলেঢালা, হালকা রঙের পোশাক পরুন, বাইরে থাকলে ছায়ায় নিয়মিত বিশ্রাম নিন এবং ঘন ঘন তরল পান করুন, ছাতা ব্যবহার করুন। বাচ্চাদের রোদ্রে খেলাধূলা করতে দিবেন না।।                                      


শিরোনাম
লিঙ্গ ভিত্তিক সহিংসতা রোধে ১৬ দিনের কর্মসূচি"র অংশ হিসেবে Rally এবং Advocacy সভা
বিস্তারিত
"লিঙ্গ ভিত্তিক সহিংসতা রোধে ১৬ দিনের কর্মসূচি"র অংশ হিসেবে আজ কক্সবাজারে UNFPA এবং Jhpiego এর সহায়তায় কক্সবাজার সিভিল সার্জন অফিস এক Rally এবং Advocacy সভার আয়োজন করে। এতে কক্সবাজার জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি বেসরকারি কর্মকর্তা বৃন্দ এবং জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিস এর মেডিকেল অফিসার ডাঃ কনীনিকা দস্তিদার।
এডভোকেসি সভার অংশ হিসেবে প্যানেল ডিসকাশন-এ অংশ নেন সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মং টিং ঞো, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সালাউদ্দিন সেতু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উখিয়া ডাঃ রনজন বড়ুয়া, এমওএমসিএইচ-এফপি, মহেশখালী ডাঃ সৈকত বড়ুয়া এবং UNFPA এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডাঃ রাহাত আরা নূর, পরিচালনা করেন ডাঃ শাহরিন আরাফাত।
উন্মুক্ত আলোচনায় অতিথি ও অংশগ্রহণকারীগণের বক্তব্যে ফুটে উঠে, কক্সবাজার বাংলাদেশের একমাত্র জেলা যেখানে জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যায়ে ধর্ষণ সহ লিঙ্গ ভিত্তিক সহিংসতায় সারভাইভার দের পুলিশ বিভাগের সহায়তায় চিকিৎসা ও আইনগত সহায়তা প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি পারিবারিক পর্যায়ে নৈতিকতা শিক্ষার গুরুত্ব আরোপ করেন।
ডাউনলোড
প্রকাশের তারিখ
07/12/2023
আর্কাইভ তারিখ
01/12/2024

যোগাযোগ

ডাক যোগাযোগ

সিভিল সার্জন কার্যালয়, (বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠের দক্ষিণ পাশে), কলাতলী সড়ক, সদর পৌরসভা, কক্সবাজার-4700

টেলি যোগাযোগ

টেলিফোন নাম্বার-০২৩৩৪৪৬২৩৭০, ফ্যাক্স নাম্বার - ০২৩৩৪৪৬৩৬৩৮, মোবাইল নাম্বার ০১৭০১২৪৮১৩৫

অনলাইন যোগাযোগ 

ইমেইল এড্রেসঃ coxsbazar@cs.dghs.gov.bd ,   ফেসবুক পেজঃ //web.facebook.com/CivilsurgeonCox

যোগাযোগের ম্যাপ

গুগল ম্যাপ লিঙ্কঃ //maps.app.goo.gl/b3AZpJh6de2sU7266