Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ডেঙ্গু প্রতিরোধে প্রতি তিন দিনে একদিন জমানো পানি ফেলে দিন  ।। বাড়ির আশপাশ পরিস্কার রাখুন ।। দিনের বেলায়ও মশারী টাঙ্গিয়ে ঘুমান ।।                        রেজিস্টার্ড এমবিবিএস চিকিৎসকের পরামর্শ ব্যাতীত এন্টিবায়োটিক সেবন করবেন না ।।                           জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে কেবল মাত্র মায়ের বুকের দুধ খাওয়াবেন, এছাড়া আর এক ফোটা পানিও নয় ।।                            বয়স ৪০ এর বেশি হলে নিয়মিত রক্তচাপ মাপুন। উচ্চ রক্তচাপ প্রতিরোধে অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার পরিহার করুন, পাতে কাঁচা লবন খাবেন না, প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন।।                   হিট স্ট্রোক প্রতিরোধে পাতলাঢিলেঢালা, হালকা রঙের পোশাক পরুন, বাইরে থাকলে ছায়ায় নিয়মিত বিশ্রাম নিন এবং ঘন ঘন তরল পান করুন, ছাতা ব্যবহার করুন। বাচ্চাদের রোদ্রে খেলাধূলা করতে দিবেন না।।                                      


শিরোনাম
বিশ্ব যক্ষ্মা দিবস,২০২৫ পালিত, প্রতিপাদ্য "প্রতিশ্রুতি, বিনিয়োগ ও সেবাদান দ্বারা সম্ভব হবে যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়া"
বিস্তারিত

"প্রতিশ্রুতি, বিনিয়োগ ও সেবাদান দ্বারা

সম্ভব হবে যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়া"  -

এই প্রতিপাদ্য নিয়ে কক্সবাজারে পালিত হয়ে গেলো বিশ্ব যক্ষ্মা দিবস,২০২৫। 

১৯৮২ সাল এর ২৪ মার্চ থেকে দিবস টি পালিত হয়ে আসছে।যক্ষ্মা নির্মুলে সকলের এর আন্তরিকতা আর আমাদের সচেতনতা ই পারে একে পুরোপুরি নির্মূল কর‍তে।ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগ এর কর্ণধার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদুল হক এর নেতৃত্বে এই বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। এ সময় র‍্যালী টি শহরের গুরুত্বপূর্ণ অংশে প্রদক্ষিণ করে।র‍্যালী শেষে ইউসুফ সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং জেলা ইপিআই সম্মেলন কক্ষে সরকারি বেসরকারি চিকিৎসক সমন্বয়ে পলিসি ডায়লগ অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা ব্র্যাক ও আইআরসি এর সহযোগিতায় এমওসিএস ডাঃ শাহ্ ফাহিম আহমাদ ফয়সাল এর উপস্থাপনায় জেলা সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডাঃ অনুপ ধর এ সময় জেলার যক্ষ্মা পরিস্থিতি নিয়ে একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন দেন।

আলোচনা সভা ও পলিসি ডায়লগে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সোহেল বকস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মং টিং ঞো, কক্সবাজার মেডিকেল কলেজ এর সহকারী অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন) ডাঃ শাহজাহান নাজির, বক্ষব্যাধি ক্লিনিক এর কন্সাল্ট্যান্ট ডাঃ মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর বক্তব্য রাখেন।

বক্তারা যক্ষ্মা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, যক্ষ্মার লক্ষণ অনুযায়ী দ্রুত পরীক্ষা করা ও ডটস এর মাধ্যমে সরকারি ভাবে ফ্রি চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে প্রতিপাদ্যের সাথে একাত্মতা ঘোষণা করেন।

ডাউনলোড
প্রকাশের তারিখ
24/03/2025
আর্কাইভ তারিখ
31/03/2025

যোগাযোগ

ডাক যোগাযোগ

সিভিল সার্জন কার্যালয়, (বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠের দক্ষিণ পাশে), কলাতলী সড়ক, সদর পৌরসভা, কক্সবাজার-4700

টেলি যোগাযোগ

টেলিফোন নাম্বার-০২৩৩৪৪৬২৩৭০, ফ্যাক্স নাম্বার - ০২৩৩৪৪৬৩৬৩৮, মোবাইল নাম্বার ০১৭০১২৪৮১৩৫

অনলাইন যোগাযোগ 

ইমেইল এড্রেসঃ coxsbazar@cs.dghs.gov.bd ,   ফেসবুক পেজঃ //web.facebook.com/CivilsurgeonCox

যোগাযোগের ম্যাপ

গুগল ম্যাপ লিঙ্কঃ //maps.app.goo.gl/b3AZpJh6de2sU7266