নবাগত সিভিল সার্জন ডাঃ আসিফ আহমেদ হাওলাদার, আজ কক্সবাজার সিভিল সার্জনের কার্যালয়ে যোগদান করেন। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ নোবেল কুমার বড়ুয়া নবাগত সিভিল সার্জন মহোদয়কে বরণ করে দ্বায়িত্ব হস্তান্তর করেন।
পরবর্তীতে সিভিল সার্জন মহোদয় সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত সরকারি ও সহযোগী সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সাথে কুশল বিনিময় করেন এবং দ্বায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এরপর নবাগত সিভিল সার্জন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এবং পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম বিপিএম, পিপিএম (বার) মহোদয় বৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সিভিল সার্জন মহোদয় স্বাস্থ্য বিভাগের কাজে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতা অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়গণ সিভিল সার্জন মহোদয় কে কক্সবাজার জেলায় স্বাগত জানান এবং কক্সবাজার জেলায় আন্তঃ বিভাগীয় সহযোগিতা ও সমন্বয়ের ধারা সামনের দিনে আরো বেগবান হবে এ প্রত্যয় ব্যক্ত করেন।
ডাঃ আসিফ আহমেদ হাওলাদার বাংলাদেশ সিভিল সার্ভিস এর ২৭ তম ব্যাচের একজন কর্মকর্তা। ইতিপূর্বে তিনি স্বাস্থ্য অধিদপ্তরে সহকারী পরিচালক (শৃঙ্খলা), দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় এর ডেপুটি সিভিল সার্জন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করেন।
ডাক যোগাযোগ
সিভিল সার্জন কার্যালয়, (বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠের দক্ষিণ পাশে), কলাতলী সড়ক, সদর পৌরসভা, কক্সবাজার-4700
টেলি যোগাযোগ
টেলিফোন নাম্বার-০২৩৩৪৪৬২৩৭০, ফ্যাক্স নাম্বার - ০২৩৩৪৪৬৩৬৩৮, মোবাইল নাম্বার ০১৭০১২৪৮১৩৫
অনলাইন যোগাযোগ
ইমেইল এড্রেসঃ coxsbazar@cs.dghs.gov.bd , ফেসবুক পেজঃ //web.facebook.com/CivilsurgeonCox
যোগাযোগের ম্যাপ
গুগল ম্যাপ লিঙ্কঃ //maps.app.goo.gl/b3AZpJh6de2sU7266
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস